নিজস্ব সংবাদদাতা:
মামুন মোল্লা (৪৩) কে নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রির অপরাধে ইয়াবাসহ গ্রে’ফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মাদক বিক্রির কাজে সহায়তা করার জন্য মাসুদুর রহমান মাসুদ (৪৫) ও জিয়াউল হক ভূঁইয়া (৪০) নামে তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বড়কান্দা গ্রাম থেকে ৬৩ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রে’ফতার করে ডিবি পুলিশ।
গ্রে’ফতারকৃতরা হলো, শিবপুর উপজেলার বাজনাবো এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে মো. মামুন মোল্লা, একই উপজেলার ঘাসিরদিয়া এলাকার মোয়াজ্জেম মৌলভীর ছেলে মাসুদুর রহমান মাসুদ ও বড়কান্দা গ্রামের মৃত আলী হোসেন ভূঁইয়ার ছেলে জিয়াউল হক ভূঁইয়া।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঘাব ইউনিয়নের বড়কান্দা গ্রামে জিয়াউল হক ভূঁইয়ার নির্মাণাধীন বাড়ির মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তি অভিযান চালায় নরসিংদী জেলা ডিভি পুলিশ। এসয়ম নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রির অপরাধে মামুন মোল্লাসহ মাসুদ ও জিয়াউল নামে তার দুই সহযোগীকে গ্রেফতার করে। পুলিশ মামুন মোল্লার সার্টের পকেট থেকে ৬৩ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
গ্রে’ফতারকৃত মামুন, মাসুদ ও জিয়াউলের বিরুদ্ধে ইতোপূর্বে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
গ্রে’ফতারকৃতদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্তন আইন ৩৬(১১) এর ১০( ক) ধারা মামলা দায়ের করা হয়। যার নং ২০ তারিখ ১৫-৯-২০২৩ইং। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগ রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।।।