আলো রিপোর্ট:
আজ সোমবার (৮/৫/২০২৩) সকাল নয়টায় নরসিংদীর শিবপুর উপজেলা ইসলামী যুব আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর উপজেলা অস্থায়ী কার্যালয়ে উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন — উপজেলা ইসলামী যুব আন্দোলনের সহ সভাপতি হাফেজ আবুল হাসান, উপজেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ন সাধারণ সম্পাদক মো আকরাম হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী ফাহাদ গাজী ,উপজেলা ইসলামী যুব আন্দোলনের অর্থ সম্পাদক মাওলানা মাহাবুর হোসাইন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো রাকিব হোসেন প্রমুখ।
উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপজেলা কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ইসলামী যুব আন্দোলনের মাছিমপুর, চক্রধা, দুলালপুর, সাধারচর, যশোর, জয়নগর, বাঘাব,পুটিয়া ও আয়ুবপুর ইউনিয়নের নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।