• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

শিবপুরে এমপির সাথে ভাতাভোগীদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin / ৩৬৯ Time View
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:::

নরসিংদী শিবপুর উপজেলার দুলাল পুর ইউনিয়ন পরিষদের ২৫ইং অক্টোবর, বুধবার সকাল ১১ টায় ভাতাভোগীদের সাথে, মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী -৩ শিবপুর থেকে নির্বাচিত, সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেছেন, শিবপুরের সাধারণ মানুষ ২০০৮ সালে মান্নান ভূঁইয়া মত একজন বড় মাপের রাজনৈতিক নেতাকে রেখে আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করায় আমার দ্বায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। এজন্য সবসময়ই শিবপুরের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি। মানব কল্যাণে আমার এ প্রচেষ্ঠা সব সময় অব্যাহত ছিল এবং থাকবে। , মান্নান ভূইয়া ৪০ বছরের রাজনৈতিক জীবনে একজন বড় মাপের নেতা ছিলেন। আমি উনার মত এমন বড় নেতা হতে পারি নাই, তবে একজন রাজনীতিক কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করার জন্য সব সময় নিজেকে নিয়োজিত রাখি। আমার পক্ষ থেকে জনসেবা সব সময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দুলালপুর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সকল ভাতা ভোগী ও সুধী জনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহসীন নাজির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, আলমগীর হোসেন আঙ্গুর মৃধা। সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল, নরসিংদী জেলা যুবলীগের সদস্য জুনায়েদ হক ভূঁইয়া জুনু। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুল হক শামীম মোল্লার সভাপতিত্বে,
আলোচনা সভা শেষে ভাতাভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category