শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে ডেকে এনে প্রেমিক ওয়াসিম এর সহযোগিতায় এক কিশোরী (১৯) গণধর্ষণ করেছে তার ৪ জন বন্ধু। এ ঘটনায় ওই ভুক্তভোগী নিজে বাদী হয়ে মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) রাতে শিবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মনোহরদী উপজেলার পাঁচকান্দী দক্ষিণপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে প্রেমিক ওয়াসিম (১৯), ফজলুল হকের ছেলে বাবুল(৩৫), আবু বক্কর সিদ্দিক এর ছেলে আ: আজিজ(১৯) কে আটক করেছে।
এই মামলায় আসামি হলেন, শিবপুর উপজেলার বৈলাবো গ্রামের মৃত রুপনের ছেলে নিশাদ (২২), বায়জিদ (২২), মনোহরদী উপজেলার পাঁচকান্দী গ্রামের মোক্তার হোসেন এর ছেলে ইমরান (১৮), সিরাজ উদ্দিনের ছেলে সিদ্দিক(৩২)।