• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিবপুরে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

admin / ২০৫ Time View
Update : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরু উদ্দিন মো: আলমগীর স্যারের হাত পুরুস্কার গ্রহণ করছেন। 

শেখ মানিক

নরসিংদীর শিবপুরে আমাদের শিবপুর ফেইসবুক গ্রুপের আয়োজনে মাহে রমজান উপলক্ষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬টি মাদরাসার মোট ৭৭জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন।

কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন হুজাইফা, দ্বিতীয় স্থান খলিলুর রহমান, তৃতীয় স্থান নাজমুল ইসলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে ৫০০টাকা করে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।
ওই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাদের শিবপুর ফেইসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন হাবিবুল্লাহ বেলালির সভাপতিত্বে ও সিনিয়র এডমিন মাহফুজুর রহমান টুটুলের সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরু উদ্দিন মো: আলমগীর, শিবপুর মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, শিবপুর উপজেলা মসজিদের ইমাম মুফতি আব্দুল কাইয়ুম, কলেজ গেট মাদ্রাসার মুহতামিম মুফতি মাও: মারুফ রশিদি। ঢাকা জেলার জনস্বাস্থ্য প্রকৌশল বশির আহমেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category