শিবপুরে কোন কিশোর গ্যাং থাকবে না :: ওসি আলফাজ হোসেন
admin
/ ৯৪
Time View
Update :
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Share
নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেছেন — সকলের সহযোগিতায় শিবপুর উপজেলাকে কিশোর গ্যাং, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ সকল অপরাধমুক্ত করবো। তিনি রোববার সন্ধ্যার পর শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
নব যোগদানকৃত ওসি আফজাল হোসেন আরো বলেন — আমাকে কর্তৃপক্ষ এখানে পাঠিয়েছেন উপজেলাবাসীর দীর্ঘদিনের মূর্তিমান আতঙ্ক কিশোর গ্যাং দমনসহ বিভিন্ন অপরাধ মুক্ত করার জন্য। এজন্য আমি সাংবাদিকসহ উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা চাই। হিন্দু ভাই-বোনদের দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে আমি সেদিকেও নজর রাখছি। পূজামন্ডপগুলোতে যাতে কেউ কোন ক্ষতি করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। এ সময় অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।