♦আলো রিপোর্ট♦
আজ বুধবার (১২ মার্চ) নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা, সকাল ৮ টায় শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ মাঠে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা প্রদান।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী,উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা শাখার আমীর মুস্তাফিজুর রহমান কাওসার, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।