নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ জয়মঙ্গল গ্রামের মাঈনউদ্দিনের ছেলে রং মিস্ত্রি মোবারক মিয়া তার গর্ভবতী স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া যায়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর মোবারক মিয়া পারিবারিক কলহের জের ধরে নিজ স্ত্রী সানিয়াকে গলা টিপে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে একই উপজেলার মুন্সেফেরচর কাঠালতলা এলাকার সানিয়ার পিতা মোঃ লিয়াকত মিয়াকে মোবারকের মা মুঠোফোনে জানায় তার মেয়ে আত্মহত্যা করেছে, লিয়াকত মিয়া কয়েকজনকে সাথে নিয়ে সানিয়ার স্বামীর বাড়ী গিয়ে দেখতে পায় সানিয়ার লাশ ঘরের মেঝেতে ফেলে রেখেছে।
লিয়াকত মিয়া শিবপুর থানায় খবর দিলে থানা পুলিশ এসে সুরতহাল করে দেখতে পায় সানিয়ার শরীরে
আঘাতের চিহ্ন, এতে করে সহজেই বুঝা যায় সানিয়া কে হত্যা করা হয়েছে। পরে সানিয়ার মৃতদেহ অধিকতর তদন্তের মাধ্যমে মৃত্যুর কারন অনুসন্ধানের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ, মেয়ের মৃত্যু শোকে উপজেলার মুন্সেফেরচর পশ্চিমপাড়া কাঠালতলা এলাকার লিয়াকত মিয়া বার বার মোর্চা যান। কাঁঠালতলা এলাকাবাসী জানায়, সানিয়া খুবই সহজ সরল প্রকৃতির মেয়ে, ঘাতক স্বামী মোবারকের দৃষ্টান্ত মুলক বিচার দাবী করেন শোকাহত এলাকাবাসী।
উল্লেখ প্রায় তিন বছর আগে জয়মঙ্গল গ্রামের মাঈনউদ্দিনের ছেলে মোবারক মিয়ার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় মুন্সেফেরচর কাঠালতলা এলাকার লিয়াকত মিয়ার মেয়ে সানিয়ার সাথে।
সানিয়ার দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং সানিয়া গর্ভবতী ছিল বলে জানা যায়।