• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই‌য়ের হা‌তে ছোট ভাই জখম

admin / ৩৬১ Time View
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩

আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:

নর‌সিংদীর শিবপ‌র উপ‌জেলার চক্রধা ইউ‌নিয়নের দ‌ক্ষিণ বিলশরন মোল্লা বা‌ড়ি এলাকায় জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধ ও সীমানা প্রাচীর বেড়া দেয়ার জের ধরে চাচা‌তো বড় ভাই‌য়ের হা‌তে ছোট ভাই মোক্তার খান না‌মে একজন গুরুতর রক্তান্ত জখম হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে।

আজ বুধবার (৫ জুলাই) দুপু‌রে চাচা‌তো ভাই ক‌ফিল উ‌দ্দিন খান পূর্ব প‌রিক‌ল্পিতভা‌বে ১০/১২ জ‌নের এক‌টি গ্রুপ দেশীয় অস্ত্রপা‌তি নি‌য়ে অত‌র্কিত হামলা ক‌রে মোক্তার খা‌নের ওপর।এসময় মোক্তার খান‌কে দা দি‌য়ে মাথায় ও কপা‌লে কুপি‌য়ে রক্তাত্ব জখম ক‌রে । প‌রে মোক্তার খা‌নের ডাক চি‌ৎকা‌রে প‌রিবা‌র ও আশ-পা‌শের লোকজন এ‌গি‌য়ে আস‌লে সংঘবদ্ধ গ্রুপ মোক্তার খান‌কে প্রাণনা‌শের হুমকী দি‌য়ে বীর দ‌র্পে চ‌লে যায় । প‌রিবার ও আশ-পা‌শের প্রতি‌বেশীরা রক্তাত্ব জখম অবস্থায় তা‌কে ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে শিবপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌া হয়। প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক নর‌সিংদী জেলা হাসপাতা‌লে রেফার্ড ক‌রেন । আহত মোক্তার খানের মাথায় ও কপা‌লে ৮ টি সেলাই দেওয়া হয়েছে । তি‌নি বর্তমা‌নে জেলা হাসপাতা‌লের বে‌ডে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন । জ‌মি সংক্রান্ত ও বা‌ড়ির সীমানা প্রাচী‌রের নি‌য়ে দীর্ঘদিন যাবত তা‌দের ম‌ধ্যে দ্বন্দ্ধ চ‌লে আসছে বলে এলাকাবাসি জানান।কয়েকবার চেষ্টা করেও এই বিরোধ মিমাংসা কর‌তে পা‌রেন‌নি এলাকার গণ‌্যমান‌্য মাতাব্বররা । দুপু‌রে আহত মোক্তার খা‌নের চাচা‌তো বড় ভাই ক‌ফিল উ‌দ্দিন খান গংয়ের নেতৃ‌ত্বে বাশার (৩৮), আকাশ,মু‌জিবুর ( ৪০),শাহ আলম (৩৫),সংঘা‌তে লিপ্ত হয় ।

এলাকাবাসীর তথ্য মতে, মোক্তার খা‌নের বা‌ড়ি ঘে‌ষে চলাচ‌লের রাস্তায় বেড়া দেন ক‌ফিল উ‌দ্দিন খান। রাস্তা দি‌য়ে আশ-পা‌শের লোকজন ও মোক্তার খান বা‌ড়ি থে‌কে বের হ‌তে হয় সেই বেড়া ভেঙ্গে ফেলা‌তে বিবা‌দে জ‌ড়ি‌য়ে প‌ড়েন ক‌ফিল উ‌দ্দিন খান এক পর্যা‌য়ে দা দি‌য়ে কু‌পি‌য়ে আহত ক‌রে মোক্তার খান‌কে ।
এ বিষ‌য়ে স্থানীয় ইউ‌পি সদস‌্য মো: সা‌ফিজ উ‌দ্দিন ব‌লেন,আ‌মি ঘটনা শু‌নে‌ছি বা‌ড়ির সীমানা বেড়া দেয়া নি‌য়ে মারামা‌রি হ‌য়ে‌ছে। আমার কা‌ছে মোক্তার খা‌নের প‌রিবা‌রের লোকজন এ‌সে‌ছিল। আ‌মি আগামীকাল স‌রেজ‌মি‌নে গি‌য়ে দেখ‌ব ।
এ হামলার ঘটনায় প‌রিবা‌রের লোকজন শিবপুর ম‌ডেল থানায় মামলার প্রস্তু‌তি নি‌চ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category