• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতা আহত, অস্ত্র সহ আটক ৫

admin / ৪৬৮ Time View
Update : শনিবার, ১ জুলাই, ২০২৩

আটককৃত সেলিম ভূঞার নেতৃত্বে ঘটে এই ঘটনা.

নিজস্ব সংবাদদাতা:

নরসিংদীর শিবপুরে প্রতিপক্ষের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে সেলিম ভূঞা নামে এক মৎস্যজীবি লীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনায় দাড়াঁলো অস্ত্রের আঘাতে অপি নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছে। শনিবার দুপুরে শিবপুর পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় পিস্তলসহ সেলিমের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে টনক নড়ে পুলিশের। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেলিমসহ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে।

আটককৃত অন্যরা হলো, আরিফ, কাউসার, হাসান ও অপু। অভিযুক্ত সেলিম ভূঞা স্থানীয় রাজনীতিতে সংসদ সদস্য জহিরুল হক ভূইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, শিবপুর বাসস্ট্যান্ডের পাশের একটি জমি নিয়ে মৎস্যজীবি লীগ নেতা সেলিম ও ছাত্রদল নেতা অপির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুর ৩টার দিকে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে সেলিম প্রতিপক্ষের উপর অস্ত্র দিয়ে গুলি চালায়। এ সময় কেউ গুলিবিদ্ধ না হলেও রামদা এর আঘাতে অপি আহত হয়। তাকে স্থানীয় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সংঘর্ষের ঘটনায় দাড়াঁলো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category