নিজস্ব সংবাদদাতা:::
নরসিংদীর শিবপুর উপজেলায় চারটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ হওয়ার কারণে ভবন গুলি খোলা নিলামে ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা শিক্ষা অফিস। আগামী ৩১ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল দশটায় খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে ভবন গুলি। বিদ্যালয়ের ভবন গুলি হলো উপজেলার ১ নং বীরলাখপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫৯ নং আজকিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬০ নং মৈশারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬৬ নং আটাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ডাক কার্যক্রমে অংশ গ্রহণ করতে চাইলে আগ্রহী প্রার্থীদের মানতে হবে কিছু শর্ত। প্রতিটি ডাকের জন্য উল্লেখিত নগদ টাকা জমা দিয়ে ডাককারীদের নামের তালিকায় নাম অর্ন্তভূক্ত করতে হবে, নিলাম ডাকের ৩০ মিনিট পূর্ব পর্যন্ত নাম তালিকা ভূক্ত করা যাবে, নিলাম ডাকে অংশ গ্রহণের পূর্বে নিলাম যোগ্য মালামাল সরেজমিনে দেখে সুস্পষ্ট ধারণা নিতে হবে, এ বিষয়ে ডাক গৃহীত হওয়ার পর কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না, সর্ব্বোচ মূল্যে ডাক গৃহীত হওয়ার পর ডাক প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরবর্তি তিন দিনের মধ্যে অবশিষ্ট মূল্য পরিষদ করে মালামাল বুঝে নিতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে মালামাল না নিলে জামানতে অর্থ বায়েজাপ্ত হবে, মালামালের বিবরণ সংশ্লিষ্ট বিদ্যালয়ে পাওয়া যাবে, কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন ডাক বা সমগ্র ডাক গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
শিবপুর উপজেলা শিক্ষা অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি ( যার স্মারক নং – উশিঅ / শিব/নর/ ২৩/ ৭০৪) থেকে জানাগেছে,, ১নং বীরলাখপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩ শত ৮৭ টাকা । আর এর জন্য জামানত হিসেবে টাকা জমা দিতে হবে ৩১ হাজার ৫ শত. ৫৯ নং আজকিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮ শত ৫৮ টাকা। জামানত হিসেবে নগদ টাকা জমা দিতে হবে ২৯ হাজার ৯ শত, ৬০ নং মৈশারটেক সরকারী প্রা্থমিক বিদ্যালয় ভবনের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ৫ শত ১৮। এর জন্য নগদ জামানত দিতে হবে ২৭ হাজার ৬ শত, ৬৬ নং আটাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৮ শত ২৬ টাকা । এর জন্য নগদ জামানত দিতে হবে ৩০ হাজার ২ শত টাকা । প্রত্যেকটি প্রাথমিক মূল্যের সাথে ভ্যাট ১৫% ও আইটি ১০ % হিসেবে টাকা পরিশোধ করতে হবে।