• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিবপুরে জাল সার্টিফিকেটে শিক্ষকতা করছেন ছয় শিক্ষক!

admin / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

মো: আসাদুজ্জামান আসাদ:

নরসিংদীর শিবপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকতা করার ৬ জন শিক্ষক সনাক্ত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গত ১৮ মে মন্রনালয়ের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। জাল সনদধারী সনাক্তকৃত শিক্ষকরা হলেন — শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক কোহিনূর বেগম।তার ইনডেক্স নম্বর ১০৭২১১৯। তিনি সরকারী কোষাগার থেকে টাকা নিয়েছেন ৭৩৭৫০/- টাকা।জয়নগর আলহাজ্ব আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক সাবিকুন্নাহার। তার ইনডেক্স নম্বর ১০৯৯৬১৯। তিনি সরকার কোষাগার থেকে টাকা নিয়েছেন ৫৩৬৭৮০/- টাকা।গড়বাড়ী এম এ রশিদ উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক তাজমহল বিউটি। তার ইনডেক্স নম্বর ১০৬৭১৪৫।তিনি সরকারী কোষাগার থেকে টাকা নিয়েছেন ৪৮২৭৯০/-টাকা।আবদুল মান্নান ভূইয়া ডিগ্রি কলেজের কম্পিউটার বিষয়ের প্রভাষক আব্দুস সাত্তার সিকদার। তার ইনডেক্স নম্বর ৩০৭০৯৮৪। তিনি সরকারি কোষাগার থেকে টাকা নিয়েছেন ৭৫১১৭৫/- টাকা।খড়িয়া হাইস্কুল এন্ড কলেজের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক সাবিকুন নাহার। তার ইনডেক্স নম্বর ৪৮৪৬১৯। তিনি সরকারি কোষাগার থেকে টাকা নিয়েছেন ১৪৯৮২৯২/- টাকা। শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজের কম্পিউটার বিষয়ের প্রভাষক মুহাম্মদ জাকির হোসেন। তার ইনডেক্স নম্বর ৩০৭৪৬৫৩। তিনি সরকারি কোষাগার থেকে টাকা নিয়েছেন ১০৩৪৪১৪/- টাকা।

শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাব হোসেন শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — ইতিমধ্যে জাল সনদধারী কয়েকজন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন। মন্ত্রণালয়ের চিঠি মোতাবেক তাদের সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category