মাহবুব খান:
নরসিংদী জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পুটিয়ার কৃতিসন্তান মাহমুদুল কবির সাহিদকে পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার( ১০ ফেব্রুয়ারি) বিকেলে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর ইটাখোলা গোলচত্বরে এই সংবর্ধণা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পুটিয়া ইউপি চেয়ারম্যান ও পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাসান উল সানি এলিছের সভাপতিত্বে ও যগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ভূঁইয়া রমজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মনির হোসেন,তাঁতীলীগের সভাপতি মো: হানিফ মিয়া,ইউপি সদস্য মাহবুব মিয়া,উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লাীগের সভাপতি হিরণ প্রধান,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেনু বিশ্বাস প্রমূখ।এসময় আরও উপস্থিত ছিলেন
নরসিংদী জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি শাহিন খন্দকার, পুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ শাহীনসহ উপজেলা ও পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।