• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

শিবপুরে দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

admin / ৩৫৫ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

মাহবুব খান:

শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে পূজা মন্ডপগুলোতে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নরসিংদী জেলা পুলিশ সুপারের নির্দেশে শিবপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুুতি নেয়া হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শিবপুর মডেল থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ তালুকদার,পিপিএম (বার)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান,পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন আঙ্গুর,সাংগঠনিক সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী,শিবপুর প্রেস ক্লাবের আহ্বায়ক বদরুল আলম,জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়া জুনু,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান,বিভিন্ন উনিয়নের চেয়ারম্যানগণ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারাসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,৭১টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

প্রধান অতিথি বলেন,সনাতন ধর্মাম্বলীদের ‘শারদীয় দুর্গা পূজা’ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে পুলিশ যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। গুরুত্ব অনুসারে পূজা মন্ডপগুলোকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করে সে অনুপাতে অফিসার-ফোর্স মোতায়েন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি পূজামন্ডপ মিলে থাকবে পেট্রাল টিম। তারা ঘুরে ঘুরে পূজামন্ডপগুলো মনিটরিং করবে। তিনি বৈঠকে উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে যাতে পূজা সম্পন্ন করা যায় সে বিষয়ে পূর্ণ নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে।

তিনি বৈঠকে উপস্থিত বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের অনুরোধ জানিয়ে বলেন, পূজা মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, দুর্ঘটনা এড়াতে পূজামন্ডপে আতশবাজি পোড়ানো যাবে না, আলোকসজ্জায় সতর্কতা অবলম্বন করতে হবে। পূজামন্ডপ সমূহে সকল প্রকার আলোকসজ্জা, সাজসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সকল প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার সীমিত করণসহ প্রযোজ্য ক্ষেত্র ব্যতীত অপর সকল সময়ে মাইক ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category