আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুরে নদীতে গোসল করতে গিয়ে ইয়াছমিন (১৫) ও ইমা (১৬) নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার লাখপুর এলাকার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীতে ডুবে যায়। পরিবারের লোকজন নদীর পানিতে নেমে ও পরে নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পরও তাদেরকে না পেয়ে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত নিখোঁজ কিশোরীদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ইয়াছমিন শিবপুর উপজেলার লাখপুর গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। তারা বাবা মায়ের সাথে পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামে বসবাস করতেন। গ্রামের বাড়িতে একটি অনুষ্ঠানে বেড়াতে এসে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন তারা।
তাদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।