নিজস্ব সংবাদদাতা :
শিবপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ জুন) সকালে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহায়তায় শিবপুর উপজেলার শাষপুরে প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ মোঃ হেলাল উদ্দিন।
প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট কর্মকর্তা মোঃ রুবেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক
প্রমূখ। সভায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা
উন্নয়নের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত উপস্থিত থাকার কথা ছিল।