নিজস্ব সংবাদদাতা:
৩৩ কেভি ফিডার ক্ষমতাবর্ধন সহ জরুরী রক্ষণাবেক্ষনের জন্য আজ শনিবার নরসিংদীর শিবপুর উপজেলায় নয় ঘন্টা থাকবে না বিদ্যুৎ। প্রচন্ড গরমের মধ্যে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির এমন ঘোষনায় হতবাগ গ্রাহকরা। কেননা এমনিতেই লোডশেডিং থাকে শিবপুরে।একবার বিদ্যুৎ গেলে আসার আর কোন খবর থাকে। সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত থাকবে না বিদ্যুৎ।
উল্লেয্য যে, এর আগেও একবার নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর পক্ষ থেকে এমন একটি ঘোষণা দিয়ে ছিল। কিন্তু শিবপুরে বিদ্যুৎ বন্ধ করা হয়নি।