শিবপুরে পানিতে নেমে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
admin
/ ৩৭২
Time View
Update :
বুধবার, ৫ জুলাই, ২০২৩
Share
নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরানদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (১২) নামের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৫ জুলাই) বেলা দুইটার দিকে এ ঘটনাটি ঘটে। সামিয়া উপজেলার পুরানদিয়া গ্রামের স্বপনের ৪র্থ মেয়ে।
সে বাজনাব আবুল ফায়েজ উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, বাড়ি থেকে একটু দূরে মান্নান জাকারিয়ার পুকুরে তিন জন গোসল করতে নেমে সামিয়া পানিতে ডুবে যায়।
পরে তাদের ডাক-চিৎকারে আশেপাশের ও বাড়ীর লোকজন ছুটে এসে খুঁজতে শুরু করলে এক পর্যায়ে পুকুরে পানির নিচে তার মরদেহ খুঁজে পায়।
পুটিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানখন্দকার হাসান উল সানী এলিছ বিয়টি নিশ্চিত করেন