আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সন্ধ্যারাতে উপজেলা সদরের রাখিল টাউয়ারের সভা কক্ষে নান্দনিক পরিবেশে আলোচনা সভা, কেক কাটা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীরের সভাপতিত্বে ও শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক যায়যায়দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক মোমেন খান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সুরাইয়া জেসমিন, আবুল কালাম আজাদ, সংগিত শিল্পী ইফাত রাখিল রাতিন, জেজেডি ফ্রেন্ডস ফোরাম শিবপুর এর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, মৎস্যজীবী লীগ নেতা জাহিদুল হক মিঠু, সাংবাদিক আজমল হোসেন ভূইয়া, খন্দকার আমির হোসেন, শেখ মানিক, ইলিয়াছ হায়দার, রাসেল মিয়া, কাজী শাহীন, ডালিম খান, তোফায়েল হোসেন, আতাবুর রহমান সানি প্রমুখ।