• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিবপুরে পিকআপ ভ্যানসহ ৫ ডাকাত আটক

admin / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নাছিম আহমেদ ইকবাল, বিশেষ প্রতিনিধি

গতকাল সোমবার দিবাগত রাতে শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামের প্রবাসী হানিফ মিয়ার বাড়িতে ডাকাতি করার সময় পিক আপ ভ্যান সহ ৫ ডাকাত গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো : ১।সোহাগ মিয়া (১৯)পিতা-মৃত নুরুল ইসলাম সাং-কল্যাণপুর গাইনপাড়া থানা- দৌলতপুর জেলা- কুষ্টিয়া ২।আল আমিন মিয়া (২২)এটা আব্দুর রশিদ সাং -কারারচর থানা -শিবপুর জেলা -নরসিংদী।
৩।মোহাম্মদ মাসুম মিয়া (৩০)পিতা নুরুল ইসলাম শান জুগলী থানা- পূর্বধলা জেলা- নেত্রকোনা ৪।মাজহারুল ইসলাম (২৮)পিতা মৃত মজনু মিয়া সাং-হল্লাখালি থানা- কলমাকান্দা জেলা -নেত্রকোনা ৫।আলামিন আমিন (৩০)পিতা মৃত রাজা মিয়া সাং -বাগাইকান্দি (চর আড়ালিয়া) থানা -রায়পুরা জেলা- নরসিংদী।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category