আবু নাঈমরিপন,স্টাফ রিপোর্টার:::
নরসিংদী জেলা শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের তালতলা নামক স্থানে একটি পুকুরে১৯ইং মে রবিবার সকালে মাঝ বয়সী এক নারীর মৃতদেহ পানিতে ভাসতে দেখে
এলাকাবাসী, শিবপুর মডেল থানায় খবর দিলে এস আই সাব্বির, ও এ এস আই, মারুফা বেগম সঙ্গীয় পুলিশর একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানা যায়,
অপরিচিত এই মহিলাকে কেউ চিনে না।
এবং এর আগে কখোনো দেখেন নি বলে জানান।
পুলিশ ঘটনাস্থলের আশেপাশের লোকজনের সাথে
কথা বলে বিস্তারিত জানার চেস্টা করছেন।