প্রতিকী ছবি
স্টাফ রিপোটার:
এতদিন চাঁদাবাজরা বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল অহরহ।এবার যাদের মাধ্যমে বিভিন্ন অনিয়ম,দুর্নীতি বন্ধ সহ আইন শৃঙ্খলা রক্ষা করা হয় সেই পুলিশের বিরুদ্ধেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করলেন এক জনপ্রতিনিধি।পাশাপাশি মাটি কাটার অজুহাতে পুলি্শের চাঁদাবাজি বন্ধ করতে শিবপুরে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার সহযোগিতা চাইলেন জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান নাদিম সরকার। তিনি বলেন সারা বাংলাদেশের মধ্যে নরসিংদী হচ্ছে লটকন চাষের জন্য বি্খ্যাত।আর নরসিংদীর মধ্যে শিবপুরের জয়নগর ইউনিয়ন বিখ্যাত। এখানে কোন পাহাড় নাই।তবে টিলা রয়েছে।তাই টিলা কেটে সামান্য সমান করে লটকন চাষ করা হয়।অথচ টিলা কাটার নাম করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে শিবপুর থানা পুলিশ। এমন অভিযোগ করেন চেয়ারম্যান নাদিম সরকার।
তিনি আজ সোমবার নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে আজকিতলা এইচ এম এ আলী দাখিল মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ অভিযোগ করেন।
অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার এ কে এম খুরশিদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবদুল খালেক, জয়নগর ডিগ্রি কলেজের প্রফেসর ড: জামাল উদ্দিন ভূইয়া, আজকিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিষ্টার, বর্তমান সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক প্রমুখ।