আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:::
নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে আলামিন নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ৩ইং জুন শনিবার বিকেলে আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় (সামস্ এর ফ্যাক্টরির পাশে) এ ঘটনা ঘটে। আলামিন নোয়াদিয়া (কালিমন্দিরের পাশের ) গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
এবিষয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে আলামিনের বড় ভাই শহিদুল্লাহ। আলামিন বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, শনিবার বিকেলে কয়েকজন যুবক বাড়ি থেকে আলামিনকে ডেকে নিয়ে সামস্ এর ফ্যাক্টরির পাশে নিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এতে আলামিনের মাথা ও শরিরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমসহ বাম হাত এবং বাম পা ভেঙ্গে যায়। পর স্থানীয়রা আলামিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।