আজ বুধবার ০৯নং মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।
♦মো: আসাদুজ্জামান আসাদ♦
নরসিংদীর শিবপুর উপজেলায় বছরের প্রথম দিনে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা হাতে পেল বিনামূল্যে বিতরণ করা সরকারী বই। বছরের শুরুতে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশু শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়।
শিবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বই পায়নি।বই পেয়েছে শুধু প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে সকাল থেকে বই বিতরণ শুরু হয়েছে।প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা কোন বই পায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর শিবপুর উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে শিশু কল্যাণসহ ১৪৪টি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১টি।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন রয়েছে ১০৩ টি। সব মিলিয়ে ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী রয়েছে প্রায় ৪৩ হাজার জন।
এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ তাজমুন্নাহারকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার বীনা রানী সরকার বলেন — আমাদের প্রাথমিক বিদ্যালয় গুলোতে বছরের প্রথম দিনে সব বই পায়নি। প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা শুধু মাত্র বই হাতে পেয়েছে। আজ প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই প্রধান শিক্ষকগন গ্রহণ করছেন।আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা এ দুই শ্রেণির বই হাতে পাবে। তৃতীয়, চতুর্থ ও ৫ম শ্রেণির বই আমরা এখনো পায়নি। পেলেই সাথে সাথে বিতরণ করা হবে।