মাহবুব খান:
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রাণিসম্পদ উন্নয়ন, নতুন প্রযুক্তি সম্প্রসারণ সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন ধরনের পশু, পাখি ও পশু খাদ্যের প্রদর্শন করা হয়েছে।শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ধানুয়াস্থ শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ হাবিবুর রহমান খান, শিবপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল শামীম, সমাজ সেবা অফিসার মাহামুদুর রহমান, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস,এম খোরশেদ আলম, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, নরসিংদী জেলা পোল্ট্রি এসোসিয়েশনর, সাধারণ সম্পাদক জহিরুল হক মোল্লা হারুন, সাধারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ব্যাবসায়ী আবুল কাসেম প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী মেলায় মোট ৩৫ টি স্টল অংশ গ্রহণ করে। মেলায় বিভিন্ন জাতের প্রাণি, পাখি, উন্নত জাতের ঘাস ও পশু খাদ্যের প্রদর্শন করা হয়।