মাহবুব খান:
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুর রহমান ফটিক মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাঘাব ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া,বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন মাস্টার,উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, পৌর তাঁতীলীগের আহবায়ক জহিরুল ইসলাম মিঠু,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সজীব মোল্লা,উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রুবেল ভূঁইয়া,বাঘাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মাহবুব,ইউ’পি সদস্য মনির মিয়াসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।