মাহবুব খান:
নরসিংদীর শিবপুরে খড়িয়া হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ্,মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লাগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন,
উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হিরণ প্রধান,পৃষ্ঠপোষক আবু আল সিরাজি ফারুক প্রমূখ।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।