শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হারিস রিকাবদার কালা মিয়া স্যার.
মো: আসাদুজ্জামান আসাদ :
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শখ হাসিনার পতনের পর আজ মঙ্গলবার (৬ আগস্ট) শিবপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর কলেজ গেইট থেকে মিছিলটি শিবপুর বাসস্ট্যান্ড হয়ে কলেজ গেইট শহীদ মিনার এসে শেষ হয়। কলেজ গেইট শহীদ মিনার চত্বরে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মৃধা ও উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন প্রমুখ।