• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

শিবপুরে বিএনপি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ আসাদ দিবস পালিত

admin / ৪৩ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা ফুলের তোড়া অর্পণ  করছেন।

রাজনৈতিক রিপোর্টার♦

১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে শহীদ আসাদ এর ৫৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারী) শহীদ আসাদ দিবস উপলক্ষে সকালে নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়াস্থ শহীদ আসাদের সমাধিস্থলে জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন প্রভাত ফেরীর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শহীদ আসাদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আব্দুল মান্নান ভুঁইয়া পরিষদের সদস সচীব আরিফ উল ইসলাম মৃধা, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ,শিবপুর প্রেস ক্লাব, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজ, শিবপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ ও শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও পরিবারের লোকজন আসাদের স্মৃতিচারণ এবং আসাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শহীদ আসাদ ১৯৪২ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর থানার ধানুয়া গ্রামে। বাবার নাম মোহাম্মদ আবু তাহের। তিনি ১৯৬০ সালে মেট্রিক এবং ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ইতিহাসে সম্মানসহ এমএ পাস করেন। ১৯৬৯ এর ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ঢাকার রাজপথে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে আন্দোলনে অংশগ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজের সামনের (চাঁনখারপুল) এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আমান উল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। সেই থেকে দিবসটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category