প্রতীকি ছবি
নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাইজিদ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার যোশর ইউনিয়নের দেবালেরটেক গ্রামে নিজ বাড়িতে একটি বৈদ্যুতিক সকেট ঠিক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর দেবালেরটেক গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। সে সবুজ পাহাড় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছিলো।
নিহত বাইজিদের পারিবারের সদস্যরা জানায়, নিজেদের ঘরের বৈদ্যুতিক একটি লাইন নষ্ট হয়ে গেলে সেটি সারাতে যায় কিশোর বাইজিদ।ঘরের বৈদ্যুতিক লাইনের মেইন সুইস বন্ধ না করে চলতি লাইনে কাজ করতে গিয়ে নষ্ট হওয়া সকেটটিতে হাত দিলে বৈদ্যুতিক শক খায় সে।
এসময় তার পুরো শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজনসহ অন্যরা তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে সেখানেই তার সুরুতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ১১টা) বাইজিদের মরদেহ জেলা হাসপাতালে দেখা হয়।