নিজস্ব সংবাদদাতা:::
বিশ্ব ভোক্তাগড়ি, স্বার্থে কৃএিম বুদ্ধিমওা ব্যবহার করি’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ শুক্রবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সাহ মোঃ সজীব সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়নের জন্য CRB ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
একই সাথে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
ক্রেতা সুরক্ষা আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক শিবপুর শাখার সভাপতি নূরুদ্দীন দরজী ও সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন কবির। সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ দপ্তর সম্পাদক এস এ বাছেদ, প্রমূখ।