নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় হিরন খন্দকার (৫৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।০৬ মে শুক্রবার দিবাগত রাতে উপজেলার লাখপুর শিমুলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় দুই মোটরসাইকেল আরোহীও আহত হয়।০৭ মে শনিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত হিরন খন্দকার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের হাসেন আলী খন্দকারের ছেলে। অপরদিকে, আহত দুই মোটরসাইকেল আরোহী শিবপুরের নন্দিরগাও এলাকার রবিন ও হৃদয় ।স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে লাখপুর শিমুলিয়া বাজারের একটি ফার্মেসী থেকে ঔষুধ কিনে বাড়ি ফিরছিলেন হিরন খন্দকার। পায়ে হেটে বাজরের শেষ মাথায় আসতেই শিমুলিয়া নদীর ঘাট মুখি একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দেয়। এসময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে , আহত দুই মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়।
মো. ঝুটন নামে স্থানীয় একজন বলেন , মোটরসাইকেলটি বেশ বেপরোয়া ছিলো। বিকট শব্দ করে বেপরোয়া গতিতে বাজারের মাঝপথ দিয়ে আসছিলো। হিরন নামে ওই ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় অন্তত ১০ ফিট দূরে গিয়ে পড়ে মাথায় আঘাত পান।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সালাহ উদ্দিন জানান , মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে। এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি । তবে , পুলিশ এটা নিয়ে কাজ করছে।
এছাড়া কিশোর,যুবকরা, বেপরোয়া মোটর বাইক চালিয়ে অহরহ মুত্যুঝুকিতে পড়ছে।অনেক মায়ের কোল এভাবে খালি হচ্ছে।
তাই অভিভাবক শ্রেনীর কাছে জোর দাবী জানাই যে,অহেতুক সন্তানদের মোটর বাইক কিনে দিবেন না।নিজের সন্তান কে বাচান এবং অপরকে বাচতে সাহায্য করুন।