• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

শিবপুরে ব্রয়লার মুরগির বাচ্চা সংকটে খালি পড়ে আছে খামার

admin / ৪২০ Time View
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩


আলো রিপোর্ট:

সারাদেশের ন্যায় নরসিংদীর শিবপুরেও ব্রয়লার মুরগির বাচ্চা সংকটে থালি পড়ে আছে পোল্ট্রি খামার।মুসলমানদের পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খামারে বাচ্চা তুলে ভালো দামে বিক্রি করার স্বপ্ন দেখলেও বাচ্চা সংকটের কারণে তা আর হচ্চে না খামার মালিকদের।ফলে ব্রয়লার পোল্ট্রি খামার মালিকরা কিছুটা হলেও ভুগছেন হতাশায়।হ্যাচারী মালিকরা সিন্ডিকেট করে ব্রয়লার মুরগির বাচ্চা সংকট সৃষ্টি করেছেন বলে জানিয়েছেন ডিলাররা।পোল্ট্রি খামারে বাচ্চা না থাকায় আগামী ঈদে ব্রয়লার মুরগের দাম আরো বাড়তে পারে বলে মনে করছেন খামার মালিকরা।বর্তমানে ব্রয়লার মুরগির দাম অনেক হলেও কিছু দিন পূর্বে তা ছিল অনেক কম।যার কারণে অনেক লোকসান গুনতে হয়েছে থামার সালিকদের।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে খামার মালিক আব্দুল লতিফ শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন – আগে পরিমান মতো ব্রয়লার মুরগের বাচ্চা পাওয়া যেতো।সকালে বাচ্চার অর্ডার দিলে বিকালে বা রাতে ডিলাররা পাঠিয়ে দিয়েছে।কিন্তু বর্তমানে তা আর হচ্ছে না। ১০০০ বাচ্চার অর্ডাল করলে মাত্র ৫০/৬০ টি বাচ্চা দিতে পারবে এমনটাই বলে ডিলাররা।তাও কয় দিন পরে পাওয়া যাবে তারও কোন ঠিক নাই।সামনের ঈদে ব্রয়লার মুরগের ভালো দাম পাওয়া যাবে মনে করেছিলাম।কিন্তু বাচ্চা পাওয়া যাচ্ছে না।তাই খামার খালি পড়ে আছে।

ব্রয়লার মুরগের বাচ্চা বিতরণ করে এমন কয়েকজন ডিলারের সাথে শিবপুরের আলো ২৪ ডট কম’র পক্ষ থেকে যোগাযোগ করলে তারা বলেন —বর্তমানে ব্রয়লার মুরগের বাচ্চার তীব্র সংকট চলছে।যেখানে দৈনিক হাজার হাজার বাচ্চা সেল করতাম সেখানে আমরা পাচ্ছি মাত্র কয়েক শত।তাই আমরা খামারিদের চাহিদা অনুযায়ী বাচ্চা দিতে পারছি না।বাচ্চা সংকট সমাধানে আমাদের কিছুই করার নাই।

তারা আরোও জানান—হ্যাচারীর মালিকরা রমজানের ঈদে অনেক লাভের আশায় ব্রয়লার মুরগের বাচ্চা আমাদের কে দিচ্ছে না। তারা নিজেদের হ্যাচারীতে রেখে দিয়ে বাচ্চার কৃত্রিম সংকট তৈরি করেছে।এই ভাবে চলতে থাকলে মুরগির দাম কেজি প্রতি আরো অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।শিবপুর উপজেলায় প্রায় ১০ হাজারের বেশি পোল্ট্রি খামার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category