• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

শিবপুরে ব্রয়লার মোরগের বাজারে আগুন!

admin / ৩৬৭ Time View
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩


আবুনাঈমরিপন ও বশির আহমেদ:

হঠাৎ করে ব্রয়লার মোরগের সরবরাহ কমে যাওয়ায় নরসিংদীর শিবপুরে মোরগের বাজারে আগুন লেগেছে।মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ১০০ থেকে ১১০ টাকা কেজির মোরগ এখন ১৯০ থেকে ১৯৫টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হচ্ছে।মোরগের দাম কম থাকায় গত দুই মাসে ( ডিসেম্বর ও জানুয়ারী) পোল্ট্রি খামার  মালিকদের অনেক লুকসান গুনতে হয়েছিল।তাই বেশির ভাগ খামার মালিকরা নতুর বাচ্চা না কিনে খামার খালি রেখেছে।যার ফলে বাজারে মোরগের সরবরাহ কমে যাওয়ার কারণে হঠ্যাৎ করে মোরগের দাম বেড়ে গেছে বলে জানাগেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পোল্ট্রি খামার মালিক আব্দুল লতিফ শিবপুরের আলো ২৪ ডট কম’কে জানান, গত ডিসেম্বর ও জানুয়ারী মাসে মুরগীর সরবরাহ ছিল বেশি।কিন্তু ক্রেতা ছিল কম।পাশাপাশি মুরগীর খাদ্যদ্রব্য, ওষধের মূল্য বৃদ্ধি সহ ক্রেতা কম থাকায় মোরগ কম দাম বিক্রি করতে হয়েছিল।সে জন্য খামার মালিকদের অনেক লুকসান হয়েছিল।তাই অনেক খামার মালিকরা লুকসানের কথা চিন্তা করে এই মাসে বাচ্চা না কিনে খামার খালি রেখেছে। সেই জন্য বাজারে মোরগের সরবরাহ কমেগেছে।

তিনি আরোও বলেন, বর্তমানে শিবপুরে প্রায় ছোট বড় দশ হাজার পোল্ট্রি খামার রয়েছে।এ ছাড়াও বড় বড় পাইকারদের রয়েছে নিজস্ব খামার।ফলে সব খামারের মোরগ যখন একসাথে বাজারে সরবরাহ করা হয় তখন মোরগের দাম কমে যায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মেসার্স বাপ্পি পোল্ট্রি ফার্মের মালিক জুবায়ের আহমেদ শিবপুরে আলো ২৪ ডট কম’কে জানান, বাজারে সরবরাহ কম,খাদ্যদ্রব্য ও ওষধের মূল্যবৃদ্ধি পাওয়ার কারণেই ব্রয়লার মোরগের দাম বেড়ে গেছে। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে চলমান থাকায় ডিজেল, পেট্রোল,কেরোসিন ও গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে।যার প্রভাব পড়েছে সর্বক্ষেত্রে।
তাছাড়া মফস্বল থেকে কম দামে মোরগ কিনে ঢাকায় বেশী দামে বিক্রি করার কারণেও মোরগের দাম অনেক সময় কম বেশি হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category