আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুর উপজেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সকল দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
আজ শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোঃ রুহুল সগীর, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব খান প্রমুখ। এছাড়া সভায় নরসিংদীর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সরোয়ার ভূইয়া জুয়েল, শিবপুরের এসিল্যান্ড শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।