নরসিংদীর শিবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে এবং প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জুন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন — শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান , শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মহসীন নাজির , শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।