মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেল শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা.
আবুনাঈম রিপন,স্টাফ রিপোর্টার.
নরসিংদী জেলার শিবপুর উপজেলা ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আজ সোমবার বিকেলে শিবপুর উপজেলা সরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণের অংশ গ্রহণের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বক্তারা বলেন — বিদ্যালয়ে শিক্ষার মান আরো উন্নত করতে হবে। বিদ্যালয়ের ভবন মেরামত বা উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে সঠিকভাবে সম্পূর্ণ হয় আপনারা সেই দিকে লক্ষ্য রাখিবেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিনা রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া। শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন , শিবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোঃ রুহুল ছগীর। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি এর ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ । শিবপুর উপজেলা ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।