• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

শিবপুরে মামুনের স্ত্রী ৫ নবজাতকের জন্ম দিলেন

admin / ২৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:::

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একসাথে ৫ নবজাতকের জন্ম দিলেন মনসুরা নামের এক নারী।তবে ভূমিষ্ঠ হওয়া নবজাতকদের ওজন কমসহ বিভিন্ন জটিলতার কারণে এনআইসিইউ’তে রাখা হয়েছে তাদের। ৫ সন্তানের মা মনসুরা ভালো আছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে হাসপাতালটির গাইনি ওয়ার্ডে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম হয় ১ ছেলে ও ৪ মেয়ে শিশুর।নরসিংদীর শিবপুরের বান্ধারদিয়া গ্রামের সিএনজি অটোরিকশা চালক আমির উদ্দিন মামুনের স্ত্রী মনসুরা আক্তার (২১)। তার বাবার বাড়ি একই উপজেলার নিনগাও গ্রামে। আড়াই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।

নবজাতকদের মা গৃহিণী মনসুরা আক্তার জানান, এটি তাদের প্রথম বাচ্চা। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। গতকাল নিয়মিত চেকআপের জন্য শিবপুরের একটি ক্লিনিকে যান। সেখান থেকে তাদের বলা হয়, তার গর্ভে পাঁচটি নবজাতক সন্তান রয়েছে। তাদের ঢাকায় গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তাদেে। বৃহস্পতিবার ভোরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে মনসুরার প্রচন্ড ব্যাথা শুরু। তারপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তার স্বামী মামুন জানান, রাস্তায় ব্যাথা বেড়ে যাওয়ায়, অবস্থার অবনতি হতে থাকে। সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌছানোর পর চিকিৎসকরা পাঁচটি বাচ্চার নরমাল ডেলিভারি করেন। তবে পাঁচ নবজাতকেরই ওজন খুবই কম। তাই তাদেরকে এনআইসিইউতে রেখেছেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category