শিবপুর সংবাদদাতা:
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩ তম জন্ম দিন উপলক্ষে আজ শিবপুরে মাসিক সাহিত্য আসরের উদ্দ্যোগে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কবি থন্দকার মতিউর রহমান বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন
নরসিংদীর সাহিত্যের সন্ধানের প্রতিষ্ঠাতা, কবি আসাদ সরকার,পলাশ উপজেলার কবি অহেদ সরকার, মনোহরদী উপজেলার কবি মোছলেউদ্দিন প্রধান, কবি বাসেদ মেম্বার,কবি মনির, সাংবাদিক ও কবি খোকন চন্দন,নোওয়াদিয়া হাই স্কুলের সাবেক শিক্ষিকা কবি সামসুর নাহার, নরসিংদীর কবি লতিফা বেগম, কবি নুরুল ইসলাম মাস্টার, কুমরাদী মাদ্রাসার সহ কারী শিক্ষক ও শিবপুরের সাহিত্যের সভাপতি কবি মোঃ আনোয়ার হোসেন , কবি বাসেদ খান,ও উপমা লাইব্রেরি প্রতিষ্ঠাতা সৈয়দা নাজমুন নাহার প্রমুখ।