আলো রিপোট:
বীর মুক্তিযোদ্ধা, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে গতকাল( ১০/২/২০২৩) রাতে গ্রেফতার করে শিবপুর থানা পুলিশ।আজ শনিবার (১১/২/২০২৩) দুপুরে কোমরে রশি বেঁধে থানা থেকে কোর্টে নেওয়া হয়েছে তাঁকে।কোর্টে শুনানীর পর আদালত জামিন না দিয়ে আবু ছালেক রিকাবদারকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।রাজনৈতিক কারণে মিথ্যা বিস্ফোরক মামলায় একজন মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে এভাবে কোমরে রশি বেঁধে কোর্টে প্রেরন করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিবপুর উপজেলা বিএনপি ও স্হানীয় মুক্তিযোদ্ধারা।
আবু ছালেক রিকাবদারের পরিবার ও বিএনপি সৃত্রে জানাগেছে, গতকাল শুক্রবার রাতে আবু ছালেক রিকাবদার বাসার গেইডের সামনে দাঁড়ানো ছিল।হঠাৎ করে রাত নয়টার সময় শিবপুর থানা পুলিশের একটি টিম এসে বাসার সামনে থেকে আবু ছালেক রিকাবদারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।গতকাল রাতে থানায় নিয়ে গেলেও আজ বিকাল তিনটায় তাকে কোর্টে ওঠানো হয়।শুনানীর পর তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেয় আদালত।তাই জামিনের জন্য পরর্বতী তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁকে।তিনি বিস্ফোরক মামলায় জামিনে ছিলেন।
এ ব্যাপারে শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও নেটওর্য়াক সমস্যার জন্য কোন মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিবপুর থানা পুলিশ শিবপুরের আলো ২৪ ডট কম’কে জানায়, শিবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের বিরুদ্ধে থানায় মামলা ছিল।তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে শিবপুর উপজেলার কয়েকজন মুক্তিযোদ্ধা শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন – আবু সালেক একজন বীর মুক্তিযোদ্ধা।তার বিরুদ্ধে যদি অনিয়ম,দুর্নীতি, সহ অন্য কোন মামলা থাকতো তাহলে বিষয়টি ছিল ভিন্ন।কিন্তু রাজনৈতিক কারণে একজন বীর মুক্তিযোদ্ধার কোমরে রশি বেঁধে কোর্টে নেওয়া উচিত হয়নি পুলিশে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির নেতা শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একজন বীর মুক্তিযোদ্ধা।তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করে কোমরে রশি বেঁধে কোর্টে নেওয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।পাশাপাশি তাঁর জামিনের জন্য দলের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ
শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে গ্রেফতার করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও শিবপুর আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রতিনিধি মনজুর এলাহী। তিনি তার বার্তায় বলেছেন আবু ছালেক রিকাবদার শুধু শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। বিনা কারণে পুলিশ তাকে গ্রেফতার করে এই বীর মুক্তিযোদ্ধার মর্যাদা ক্ষুন্ন করেছে বলে শিবপুরের জনগন মনে করেন। মনজুর এলাহী অবিলম্বে এই বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে মুক্তি দিতে জোর দাবি জানান।