• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

শিবপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ আসাদ দিবস পালিত

admin / ২১৭ Time View
Update : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

সাহিত্য পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে।ছবি:—– নূরুদ্দীন দরজী

মাহবুব খান:
শিবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ এর ৫৪ তম শাহাদাৎ বার্ষিকী । আজ শুক্রবার (২০ জানুয়ারি) আসাদ দিবস উপলক্ষে সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিস্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরীসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও শিবপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে স্বরচিত কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।শহীদ আসাদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন শিবপুরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুরের সাহিত্য পরিষদের সভাপতি নূরুদ্দীন দরজী, সহ সভাপতি হাবিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরচান,সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান,শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচির আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে (চাঁনখারপুল) এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন।আমানউল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ১৯৪২ সালের ১০ জুন নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম মরহুম মাওলানা আবু তাহের। তিনি ছোট বড় সবার কাছে শহীদ আসাদ নামেই বেশি পরিচিত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category