ডালিম খান:
নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার (২৬/৩/২০২৩)উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পালন করা বিভিন্ন কর্মসূচী।কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচী । সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত, এসিল্যান্ড শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, ওসি ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া, শিবপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন।