♦নিজস্ব সংবাদদাতা♦
শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় নরসিংদী জেলার শিবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর শিবপুর উপজেলা শাখার উদ্যােগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব।
সভাপতি তার স্বাগত বক্তব্যে উপজেলার সার্বিক যুব কার্যক্রম উপস্থাপন করেন এবং যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব। তাছাড়া দুজন সফল যুব আত্মকর্মী এবং একজন নারী আত্মকর্মী তাদের সফলতার বর্ণনা দিয়ে বক্তব্য উপস্থাপন করেন।অনুষ্ঠান শেষে টেকাব প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা, ৭ জন প্রশিক্ষিত যুবক ও যুব মহিলার মাঝে প্রকল্প ভিত্তিক ১১,৫০০০০/- টাকা এবং পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির একটি কেন্দ্রের ৩০ জন উপকারভোগীর মধ্যে ৯,০০,০০০ টাকা ঋণ বিতরণ করা হয়।
উল্লেখ যে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্বীয় উদ্যোগে পাঁচজন বিজয়ী কুইজ প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সফল আত্মকর্মী ও বর্ণমালা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন