বশির আহমেদ, বিশেষ প্রতিনিধি:
সদ্য ঘোষিত শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটিতে ঠাই না পাওয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য সচীব রফিকুল ইসলাম মৃধা গত ১১ এপ্রিল প্রকাশ করা উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।অন্যথায় ঈদের পরে স্হানীয় জনগণ কে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে যুবদলের আহবায়ক কমিটি বাতিল করতে বাধ্য করবেন বলে ঘোষনা দিয়েছেন তিনি।
বুধবার বিকেলে শিবপুর বাসষ্ট্যান্ডে শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরোও বলেন– বিএনপির সাবেক মহাসচীব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার হাত ধরে ১৯৯৬ সালে ছাত্রদলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসি।১৯৯৯ সালে শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রদলের ইয়ার কমিটির সভাপতি, ২০০৩ সালে শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ২০১০ সালে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া গ্রহণ করি আমি।এছাড়াও ২০১১ সালে শিবপুর উপজেলা ছাত্রদলের সভাপতি, ২০১৬ সালে উপজেলা যুবদলের আহবায়ক কমিটিতে যুগ্ন আহবায়কের দায়িত্ব দেওয়া হয় আমাকে। ২০২২ সালের জানুয়ারীতে আমাকে সদস্য সচীব করে উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সদস্য সচীব আলহাজ্ব মনজুর এলাহি নিজের পাল্লা ভারী করতে আমাকে বাদ দিয়ে নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারের অনুসারী আমার বড় ভাইকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করেছে।এই কাজটি করে মনজুর এলাহি আমার পরিবারের মাঝে বিভক্ত সৃষ্টি করেছে।