চির নিদ্রায় শায়িত হলেন নরসিংদীর শিবপুর উপজেলার বাজনাব গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মুন্সি ওরফে মনা পাগল। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫।মঙ্গলবার সকালে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিকাল ৫টায় উনার গ্রামের বাড়ি বাজনাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ খান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া। পরে বাদ আছর জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, জেলা যুবলীগের সহ-সভাপতি সামসুল ইসলাম মোল্লা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল প্রমূখ।