ছবি :আবুনাঈম রিপন
নরসিংদীর শিবপুর পৌর সভার ১ নং ওয়ার্ডের বাজনাবো দক্ষিণ পাড়া গ্রামের একটি রাস্তায় বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (১৬ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় মৃত সুন্দর আলী ভুঁইয়ার ছেলে
আব্দুল গফুর ভূঁইয়া তার পৈতৃক সম্পত্তির মধ্যে বাশেঁর বেড়া দিয়েছেন।ফলে ২৫/৩০ টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে।
গফুর ভূঁইয়া জানান,যেহেতু রাস্তাটি পৌরসভা কর্তৃক নির্মিত নয়,কিংবা সরকারি রাস্তা নয় সেহেতু আমি আমার জায়গায় বেড়া দিয়েছি ।
এলাকাবাসীর দাবি, আমরা এই রাস্তাটি যুগযুগ ধরে ব্যবহার করে আসছি।আমাদের পূর্ব পুরুষগণও হাটা চলা করতো এই রাস্তা দিয়ে। যাতায়াতের এই রাস্তাটিই রয়েছে আমাদের জন্য। এই রাস্তাটি দিয়ে পুরান্দিয়া বাজারসহ চায়না বাংলা সিরামিক কারখানায় শ্রমিকরাও দিনরাত চলাচল করে থাকে।তাই রাস্তাটি হঠাৎ করে বন্ধ করে দেওয়াতে আমরা দুর্ভোগের মধ্যে পড়েছি।
এ বিষয়ে পৌরসভা ১ নং ওয়ার্ডের কমিশনার জাহাঙ্গীর আলম জানান, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। পৌর প্রশাসক ও উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মিমাংসা করার চেষ্টা করবো।