:স্টাফ রিপোর্ট :
নরসিংদীর শিবপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির(৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) ঢাকা -কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শিবপুর উপজেলার কুমরাদী বাসস্ট্যান্ডে এলাকার রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, কুমরাদী এলাকা থেকে ফোনে সড়কের পাশে লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি ওই এলাকার নয়। তবে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে বিভিন্ন সময় ঘুরতে দেখা যেত।
পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠান। ধারণা করা হচ্ছে, সকালে সড়ক দুর্ঘটনা মারা যেতে পারেন।
শিবপুর মডেল থানার উপ পরিদর্শক এসআই সাব্বির ঘটস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।