নরসিংদীর শিবপুরে বর্ণাঢ্য নানা আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে এ উপলক্ষে সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পূজা,প্রার্থনা, আলোচনা সভা, মঙ্গল শোভা যাত্রা, প্রসাদ বিতরন অনুষ্ঠিত হয় । আজ ১৯ আগষ্ট শুক্রবার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানটি শিবপুর থানা সার্বজনীন ভক্ত সংঘের কৃষ্ণ মন্দির বানিয়াদীতে
আলোচনা সভা ও মঙ্গল শোভা যাত্রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসিন নাজির , শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সালাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, আলমগীর হোসেন আঙ্গুর মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিনয় কৃষ্ণ গোস্মামী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, পৌর সভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লোকনাথ চন্দ্র বর্মনসহ প্রমূখ। শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্মামী ।
#