• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

শিবপুরে সংখ্যালঘুদের নিরাপত্তায় ইমার্জেন্সি সাপোর্ট টিম গঠন

admin / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার :

আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন ও বাড়ি ঘর ভাংচুর করে দেশের ভাব মূর্তি নষ্ট করার চেষ্টা করে একটি চক্র। তাই শিবপুর উপজেলার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতার্থে প্রজ্বলন পাবলিক ইউনির্ভাসিটি স্টুডেন্টস এসোসিয়েশন শিবপুর শাখার পক্ষ থেকে বুধবার ফোরকান আফ্রাদ এর নেতৃত্বে ২৭ সদস্য বিশিষ্ট একটি ইমার্জেন্সি সাপোর্ট টিম গঠন করা হয়েছে।

টিমের সদস্যরা হলেন, মাছিমপুর ইউনিয়ন আসিফ ভূঞা ০১৮৩৯৪৭৭৮৫৬, ফারহান আহমেদ জুয়েল ০১৩০২৮৭৩৭৮৯, সামুয়েল সরকার ০১৪০২৬৮১৬০৬, শাহরিয়ার হাসান সানিম ০১৭৫১৬৪৯১৫১, আল নাহিয়ান জিম ০১৩০৪৯৬৯২৫০, মাহফুজ আহমেদ ০১৫১৮৯৯২১৩১,

শিবপুর পৌরসভা : ফোরকান আফ্রাদ ০১৮৭০১৬৫৮০২, তাহসিন মোহাম্মদ মুহিন ০১৮৭৯০২০৪৯৪, মোহাম্মদ উল্লাহ ০১৯১৪৮৪৬৭৮৬, সাদ বিন হারিস ০১৮৭২৩৪৯৮৬২, গাজী সজিব ওবায়েদ ০১৬২৮৬২৯৩১২, মুজাহিদুল রিফাত ০১৭১৮৯৯৫৩৯৯,

চক্রধা : জিয়াউর হক অমিত ০১৯৯১১০৪৪১৪, মামুন সরকার ০১৭৪১৭৩৯২৩৪, ইমাম আল এহসান ০১৯০২৩২৯৯৮৯, সাজ্জাদ হাসান ০১৬২৬৯২৮৩৫৪, সাইফুল্লাহ খান ০১৮৫৭৪৭৩০৭৮, শহীদুজ্জামান খান ০১৮৫৭৪৭৩৭৮, মাহফুজুর রহমান ০১৬২৩৬৮৯০৫৫, পুটিয়া : তরিকুল ইসলাম পলাশ ০১৬১৮৩৭৪৪৮৮, আয়ুবপুর : নাজির আহমেদ ০১৬৩২৯৯১৭৭৪, বাঘাব : মো : শরীফ মিয়া ০১৭০৪৪২২৫৯০, মেহেদী হাসান মাহমুদ ০১৬৮৭৭৫১৬৬৩,

দুলালপুর : আজিজুল হক ০১৯৬৩৯৩৬৭৪৭, মো: সাগর ০১৮৫৮৮১৭৬৫৭,

জয়নগর : পারভেজ মোশারফ ০১৮৭০১৬৬৩৩২, যশোর : মো সোহাগ ০১৫৬৭৮৬০২২৯।

ফোরকান আফ্রাদ শিবপুরের আলো ২৪ ডট কম’ কে জানান, একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত শিবপুর উপজেলায় সকলের সহযোগিতায় আমরা শিবপুরে একটি সুন্দর ও সুস্থ পরিবেশ বজায় রাখতে চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category