আবুনাঈমরিপনঃ।
জাকজমকপূর্ণ পরিবেশে নরসিংদী শিবপুরের ঐতিহ্যবাহী সবুজ পাহাড় (অনার্স) কলেজে পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি রোটারিয়ান বশিরুল ইসলাম বশির। পিঠা উৎসবের উদ্বোধন করেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর নরসিংদী জেলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ লস্কর আলী। কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, গভর্নিং বডির সদস্য আব্দুল হেকিম ভূইয়া, অভিভাবক সদস্য ডেন্টিস্ট আলতাব হোসেন, মোহাম্মদ আলী খোকন ও সৈয়দ ইকবাল হোসেন প্রমুখ।
উৎসবে মনোরম পিঠার ঢালি নিয়ে ৯টি স্টল অংশ গ্রহণ করেন। শতাধিক প্রকারের পিঠার আয়োজন লক্ষ্য করা গেছে এ উৎসবে।